ঢাকা, শনিবার, ১০ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

জাতীয়

রূপগঞ্জে নারীসহ দুই মাদক বিক্রেতা গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৪ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০২২
রূপগঞ্জে নারীসহ দুই মাদক বিক্রেতা গ্রেফতার

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের রূপগঞ্জে ৬ কেজি গাঁজা উদ্ধারসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১) সিপিসি-৩ এর সদস্যরা।

রোববার (১৬ অক্টোবর) আসামিদের আদালতে পাঠিয়েছে পুলিশ।

এর আগে শনিবার (১৫ অক্টোবর) রাতে উপজেলার কেন্দুয়া বাধ্যকর এলাকা থেকে তাদেরে গ্রেফতার করা হয়।  

গ্রেফতাররা হলেন- কেন্দুয়া বাধ্যকর এলাকার সবর আলীর মেয়ে সানিয়া আক্তার ও আরমান মিয়ার ছেলে রিফাত হোসেন।

রূপগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) হুমায়ুন কবির মোল্লা জানান, কেন্দুয়া বাধ্যকর এলাকায় একটি মাদকের সিন্ডিকেট বেশ কয়েকদিন ধরেই গাঁজা বিক্রি করে আসছে বলে র‌্যাবের কাছে সংবাদ ছিল। শনিবার রাতে কেন্দুয়া বাধ্যকর এলাকার মাদক বিক্রেতা রিফাত হোসেনের বাড়িতে গাঁজা বেচা-কেনা হচ্ছে বলে র‌্যাবের কাছে সংবাদ আসে। পরে র‌্যাব-১ এর সিপিসি-৩ পুর্বাচল ক্যাম্পের সদস্যরা সেখানে অভিযান পরিচালনা করেন। অভিযানকালে ৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এছাড়া মাদক বিক্রির সঙ্গে জড়িত থাকার অভিযোগে সানিয়া আক্তার ও রিফাত হোসেনকে গ্রেফতার করা হয়।

এ ঘটনায় র‌্যাব-১ এর সিপিসি-৩ এর পূর্বাচল ক্যাম্পের নায়েক সুবেদার সৈয়দ শুক্কুর আলী বাদী হয়ে রূপগঞ্জ থানায় মাদক দ্রব্যে নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন। পুলিশ আসামিদের নারায়ণগঞ্জ আদালতে পাঠিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৫৩৩ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০২২
এমআরপি/এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।