বেনাপোল (যশোর): বেনাপোল স্থলবন্দরের ৩২ নম্বর পণ্যাগারের অফিস কক্ষে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে আমদানি পণ্য ও কাগজপত্র পুড়ে গেছে।
বৃহস্পতিবার (২০ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
বেনাপোল ফায়ার সার্ভিসের ইনচার্জ রতন কুমার দেবনাথ জানান, রাতে হঠাৎ করে বন্দরের ৩২ নম্বর কেমিক্যাল পণ্যাগারের অফিস কক্ষে বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুন লাগে। পরে আগুন অফিস কক্ষ থেকে পণ্যাগারে ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের কর্মীরা আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। দ্রুত আগুন নিয়ন্ত্রণে আসায় বন্দরের মালামাল বড় ধরনের ক্ষতি থেকে রক্ষা পায় বলে জানান ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা।
বাংলাদেশ সময়: ০১১৯ ঘণ্টা, অক্টোবর ২১, ২০২২
এমজেএফ