ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

বিএনপির গণসমাবেশের আগে খুলনায় এবার লঞ্চ ধর্মঘট

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৬ ঘণ্টা, অক্টোবর ২১, ২০২২
বিএনপির গণসমাবেশের আগে খুলনায় এবার লঞ্চ ধর্মঘট

খুলনা: খুলনায় বিএনপির বিভাগীয় গণসমাবেশ সামনে রেখে বাস ধর্মঘটের মধ্যে এবার ডাকা হলো লঞ্চ ধর্মঘট। শুক্রবার (২১ অক্টোবর) দুপুরে পূর্ব ঘোষণা ছাড়াই হঠাৎ করে লঞ্চ ধর্মঘট ঢাকায় চরম বিপাকে পড়েছেন যাত্রীরা।

 

বাংলাদেশ লঞ্চ লেবার অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন জানান, ১০ দফা দাবিতে তারা যাত্রীবাহী লঞ্চে ৪৮ ঘণ্টা ধর্মঘট শুরু করেছেন। এর ফলে ২টি রুটে ৬টি লঞ্চ চলাচল বন্ধ রয়েছে।

বিএনপির নেতাদের অভিযোগ, (২২ অক্টোবর) শনিবার বিএনপির খুলনা বিভাগীয় গণসমাবেশকে বাধাগ্রস্ত করতে উদ্দেশ্যমূলকভাবে বাস ধর্মঘটের ডাক দেওয়ার পর লঞ্চ ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে।  

খুলনা মহানগর বিএনপির সদস্য ও মিডিয়া সাব কমিটির আহবায়ক এহতেশামুল হক শাওন বাংলানিউজকে বলেন, খুলনায় বিএনপির বিভাগীয় গণসমাবেশকে ব্যাহত করতে কৃত্রিম সংকট দেখিয়ে দুইদিনের পরিবহন ধর্মঘটের যে উদ্দেশ্যে ডাকা হয়েছে লঞ্চ ধর্মঘটও সে উদ্দেশ্যে ডাকা হয়েছে। এটা একটা পরিষ্কার চক্রান্ত।

কোন বাধাই বিএনপির বিভাগীয় সমাবেশ রুদ্ধ করতে পারবে না বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তরুণ এই বিএনপি নেতা।

খুলনায় শুক্রবার (২১ অক্টোবর) সকাল ৬টা থেকে সব ধরনের বাস চলাচল বন্ধ রয়েছে। শনিবার (২২ অক্টোবর) সন্ধ্যা ৬টা পর্যন্ত দুদিন আন্তঃজেলা বাস চলাচল বন্ধ থাকবে বলে সংশ্লিষ্টরা জানান। ১৮ অক্টোবর রাতে খুলনা জেলা বাস-মিনিবাস মালিক সমিতি ও খুলনা মোটর শ্রমিক ইউনিয়ন যৌথভাবে শুক্র-শনিবার বাস চলাচল বন্ধ থাকবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়।

উল্লেখ্য, খুলনা মহানগরীর সোনালী ব্যাংক চত্বরে (২২অক্টোবর) শনিবার খুলনা বিভাগীয় গণসমাবেশ অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

প্রধান উপদেষ্টা হিসেবে কর্মসূচি সমন্বয় করবেন জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, অক্টোবর ২১, ২০২২
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।