পঞ্চগড়: পঞ্চগড়ের তেঁতুলিয়ায় মোটরসাইকেল থেকে পড়ে আনোয়ার খানন আনু (৪০) নামে মোটরসাইকেলের এক আরোহী নারীর মৃত্যু হয়েছে।
শুক্রবার (২১ অক্টোবর) সকালে উপজেলার ভজনপুরে ডিগ্রি কলেজের সামনে মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আনোয়ারা একই উপজেলার শালহান বাজার এলাকার জহির রায়হানের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল শালবাহানের বাড়ি থেকে মোটরসাইকেল যোগে স্বামীর সঙ্গে দিনাজপুরে যাচ্ছিলেন আনোয়ারা। পথে ভজনপুরের কলেজ গেটের সামনে এলে হঠাৎ সামনে চলে আসা কুকুরের সঙ্গে তাদের মোটরসাইলটির ধাক্কা লাগে। এ সময় মোটরসাইকেলের পেছনে বসে থাকা আনোয়ারা রাস্তায় ছিটকে পড়ে যান। এতে মাথায় আঘাত পেলে স্থানীয়রা তাকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে যায়। সেখানে পরীক্ষা-নিরীক্ষা করে আনোয়ারাকে চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন।
তেঁতুলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১৪৩২ ঘণ্টা, অক্টোবর ২১, ২০২২
এসআরএস