ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

ভাড়া নিয়ে ২ চালকের ঝগড়া, ইটের আঘাতে প্রাণ গেলো ১ জনের

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৭ ঘণ্টা, অক্টোবর ২১, ২০২২
ভাড়া নিয়ে ২ চালকের ঝগড়া, ইটের আঘাতে প্রাণ গেলো ১ জনের

কুমিল্লা: কুমিল্লা নগরীর মোগলটুলীতে ভাড়া নিয়ে দ্বন্দের জেরে পলিন নামে এক মাইক্রোবাস চালকের ইটের আঘাতে মো. লিটন নামে আরেক চালক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২০ অক্টোবর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

ঘটনার পর থেকে অভিযুক্ত পলিন পলাতক রয়েছেন।

নিহত লিটন নগরীর গয়ামবাগিচা এলাকার ছন্দু মিয়ার ছেলে। পলিন ও লিটন সম্পর্কে চাচাতো ভাই।

শুক্রবার (২১ অক্টোবর) কুমিল্লার কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) হানিফ সরকার বলেন, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টায় কুমিল্লা প্রেসক্লাব এলাকার রেন্ট-এ কার স্ট্যান্ডে পলিন ও লিটন নামে দুই গাড়ি চালকের মধ্যে ভাড়া নিয়ে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে পলিন ইট দিয়ে লিটনের মাথার পেছনে আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হলে তাকে জেলা সদর হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা।

পরে রাত সাড়ে ৮টায় তাকে কুমিল্লার একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক লিটনকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর থেকে পলিন পলাতক রয়েছেন। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানান হানিফ সরকার।

বাংলাদেশ সময়: ১৫০৬ ঘণ্টা, অক্টোবর ২১, ২০২২
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।