ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

সরাইলে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৭ ঘণ্টা, অক্টোবর ২১, ২০২২
সরাইলে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ট্রাকচাপায় মো. রাসেল মিয়া (২৭) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

শুক্রবার (২১ অক্টোবর) দুপুরে উপজেলার সরাইল-নাসিরনগর সড়কের ফায়ার সার্ভিসের সামনে ঘটে এ দুর্ঘটনা।

নিহত রাসেল সরাইলের কালিকচ্ছ গ্রামের বারজীবি পাড়ার রফিকুল ইসলামের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে নাসিরনগরমুখী একটি ট্রাক বিপরীত দিক থেকে আসা বিশ্বরোডমুখী মোটরসাইকেলে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই রাসেলের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম হোসেন বাংলানিউজকে জানান, ঘটনার পর ঘাতক ট্রাকটি পালিয়ে যাওয়ায় চালককে আটক করা সম্ভব হয়নি। নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহটি তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৩৭ ঘণ্টা, অক্টোবর ২১, ২০২২
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।