ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

বরিশালে সাড়ে ১৫ কেজি গাঁজাসহ আটক ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৯ ঘণ্টা, অক্টোবর ২১, ২০২২
বরিশালে সাড়ে ১৫ কেজি গাঁজাসহ আটক ২ প্রতীকী ছবি

বরিশাল: বরিশাল নগরের কালিজিরা ব্রিজ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে একটি প্রাইভেটকার থেকে সাড়ে ১৫ কেজি গাঁজাসহ দু'জনকে আটক করেছে ১০ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা। এ সময় মাদক বহনে ব্যবহৃত গাড়িটিও জব্দ করা হয়।

 

গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (২১ অক্টোবর) সকালে বরিশাল-ঝালকাঠি মহাসড়কে এ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- সিলেট মেট্রোপলিটনের কোতোয়ালি মডেল থানাধীন শেখঘাট খাসিটোলা এলাকার কামাল মিয়ার ছেলে সুমন মিয়া (৩৭) ও বরিশাল নগরের ১৪ নম্বর ওয়ার্ডের আব্দুল খালেক হাওলাদারের ছেলে মো. শাহিন (৩৫)।  

১০ আর্মড পুলিশ ব্যাটালিয়নের পুলিশ পরিদর্শক শাহ মো. ফয়সাল আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, আটকদের দু’জনের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পাশাপাশি বরিশাল মেট্রোপলিটনের কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর কার্যক্রম চলমান রয়েছে।  

বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, অক্টোবর ২১, ২০২২
এমএস/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।