ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

লক্ষ্মীপুরে ট্রেনিংকারের ধাক্কায় ভ্যানচালক নিহত 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০২ ঘণ্টা, অক্টোবর ২১, ২০২২
লক্ষ্মীপুরে ট্রেনিংকারের ধাক্কায় ভ্যানচালক নিহত 

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে একটি ট্রেনিংকারের ধাক্কায় লেদু মিয়া (৪৫) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন হোসেন বয়াতি ও মেসির আহমেদ নামে দুইজন।

 

শুক্রবার (২১ অক্টোবর) সকাল সাড়ে ৬টার দিকে সদর উপজেলার দালালবাজার এলাকায় লক্ষ্মীপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।  

নিহত লেদু মিয়া লক্ষ্মীপুর পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের পশ্চিম লক্ষ্মীপুর এলাকার হিরা গাজী বাড়ির সফিক উল্যার ছেলে।  

প্রত্যক্ষদর্শীরা জানান, ফজরের নামাজ শেষে লেদু মিয়া তার ছেলে ইসমাইল, হোসেন বয়াতি এবং মেসির আহমেদ হাঁটতে বের হন। এসময় একটি ট্রেনিংকার পেছন থেকে তাদের ধাক্কা দেয়। এতে হোসেন বয়াতি ও মেসির আহমেদ রাস্তার পাশে পড়ে যান। ট্রেনিংকারের ধাক্কায় লেদু মিয়া পাশের জঙ্গলের ভেতর ছিটকে পড়েন। সেখান থেকে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহতরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।

সদর হাসপাতালের চিকিৎসক এ কে আজাদ বলেন, হাসপাতালে আনার আগেই আহত ব্যক্তির মৃত্যু হয়েছে।

লক্ষ্মীপুর সদর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মমিনুল হক বলেন, এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।  

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, অক্টোবর ২১, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।