লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের রায়পুরে পুকুর থেকে ফিরোজা বেগম (৮৫) নামে এক বৃদ্ধার ভাসমান অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (২১ অক্টোবর) সকালের দিকে উপজেলার দক্ষিণ চরআবাবিল ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের উদমারা গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
ফিরোজা ওই গ্রামের ফরাজি বাড়ির মৃত আব্দুল কাদের ফরাজির স্ত্রী।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিপন বড়ুয়া বাংলানিউজকে বলেন, উদমারা গ্রামের নারায়ণ অধিকারীর পরিত্যক্ত পুকুরে ফিরোজার মরদেহ ভাসতে দেখে থানায় খবর দেন স্থানীয়রা। খবর পেয়ে হায়দরগঞ্জ ফাঁড়ির পুলিশ সদস্যরা ঘটনাস্থল থেকে বৃদ্ধার অর্ধগলিত মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহ লক্ষ্মীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মর্গের প্রতিবেদন দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১৭২৮ ঘণ্টা, অক্টোবর ২১, ২০২২
এসআরএস