ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

গাঁজা-ইয়াবাসহ আটক ৩

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৩ ঘণ্টা, অক্টোবর ২১, ২০২২
গাঁজা-ইয়াবাসহ আটক ৩

ঢাকা: রাজধানীর দক্ষিণ কেরানীগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজা ও এক হাজার ২১ ইয়াবাসহ তিন মাদককারবারিকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১০)।

শুক্রবার (২১ অক্টোবর) তাদের আটকের বিষয়টি জানান র‌্যাব-১০ এর সহকারী পুলিশ সুপার (এএসপি) এনায়েত কবীর সোয়েব।

তিনি জানান, শুক্রবার রাজধানীর দক্ষিণ কেরানীগঞ্জ থানার হাসনাবাদ রকি টাওয়ার এলাকায় অভিযান চালিয়ে আনুমানিক তিন লাখ টাকা মূল্যের ১০ কেজি গাঁজাসহ মোহাম্মাদ হাসান ভূঁইয়াকে (৩৭) আটক করা হয়। এছাড়া বৃহস্পতিবার (২০ অক্টোবর) রাতে দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ মাজার রোড এলাকায় অপর এক অভিযানে এক হাজার ২১ ইয়াবাসহ সালমান (৩৩) ও নাঈম (২০) নামে দুজনকে আটক করা হয়।

আটকরা পেশাদার মাদককারবারি। তারা বেশ কিছুদিন ধরে কেরানীগঞ্জসহ আশপাশের এলাকায় গাঁজা-ইয়াবাসহ অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ করে আসছিলেন। তাদের নামে সশ্লিষ্ট থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান এনায়েত কবীর সোয়েব।

বাংলাদেশ সময়: ১৮০১ ঘণ্টা, অক্টোবর ২১, ২০২২
পিএম/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।