নরসিংদী: নরসিংদীতে বসত ঘরের জানালার গ্রিল কেটে ১৮ লাখ টাকার মালামাল চুরির ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (২১ অক্টোবর) বিকেলে জেলা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেফতাররা হলেন, নরসিংদী সদরের চৌয়ালা এলাকার বাসিন্দা মো. কাউছার (২৬), টাইগার বিল্লাল (৩৮) ও মাধবদী এলাকার বাসিন্দা রঞ্জন বনিক (৪২)।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, নরসিংদী সদরের চৌয়ালা এলাকার বাসিন্দা ডা. মো. নুরুল্লাহ্ আল মাসুদ গত ২৫ সেপ্টেম্বর পবিত্র ওমরা হজ্ব পালনের জন্য সৌদি আরবে যান। তার স্ত্রীসহ পরিবারের অন্যান্য সদস্যদের অনুপস্থিতির সুযোগে অজ্ঞাত চোরেরা গত ৪ অক্টোবর থেকে ৬ অক্টোবরের মধ্যে তাদের বসত ঘরের জানালার গ্রিল কেটে ভেতরে ঢোকে। পরে তারা সেখান থেকে নগদ টাকা, ডায়মন্ডের নোসপিন, মোবাইল সেট, স্বর্নালংকার, বিভিন্ন দামি ব্রান্ডের ঘড়িসহ ১৮ লাখ টাকার মালামাল চুরি করে নিয়া যান।
ডা. মাসুদ দেশে ফিরে বিষয়টি দেখে এ ঘটনায় রোববার (১৬ অক্টোবর) নরসিংদী মডেল থানায় একটি মামলা দায়ের করেন। এরপরই তথ্য প্রযুক্তি ব্যবহার করে ও গুপ্তচরের সহায়তায় তদন্তে নামে পুলিশ। তদন্তে চুরির ঘটনায় পুলিশ কাউসারের সংশ্লিষ্ঠতা পায়। পরে বুধবার (১৯ অক্টোবর) তাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়। জিজ্ঞাসাবাদে তিনি চুরির ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন এবং তার দেওয়া তথ্যে নগদ ২১ হাজার ৫০০ টাকা ও মোবাইল ফোন উদ্ধার করা হয়।
এরপরে কাওসারের কাছে থেকে আরও তথ্য নিয়ে বৃহস্পতিবার সকালে গাজীপুর জেলার কালিগঞ্জে অভিযান পরিচালনা করে টাইগার বিল্লালকে গ্রেফতার করা হয়। পরে বিল্লালের দেওয় তথ্যে তার বাসা থেকে বিভিন্ন দামি ব্যান্ডের ঘড়ি উদ্ধার করা হয়। পরবর্তীতে আবার বিল্লালের স্বীকারোক্তির ভিত্তিতে বৃহস্পতিবার সন্ধ্যায় মাধবদী এলাকায় অভিযান পরিচালনা করে স্বর্ণের দোকান থেকে রঞ্জন বনিকে গ্রেফতার করা হয়। এ সময় তার দোকান থেকে চুরি যাওয়া দুইটি স্বর্ণের চেইন, চারটি আংটি, একটি নোসপিন, এক জোড়া কানের দুল ও সর্বমোট পৌনে দুই ভরি সোনাসহ ১ লাখ ৬০ হাজার টাকার মালামাল উদ্ধার করা হয়।
এ অভিযানে মোট ১৩ লাখ টাকার চোরাই মালামাল উদ্ধার করা হয়। আর শুক্রবার বিকেলে আসামি কাউসার চুরির ঘটনায় তার নিজের সংশ্লিষ্টতা স্বীকার করে বিজ্ঞ চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছেন।
নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম ভূইয়া বাংলানিউজকে বলেন, কাউছারের বিরুদ্ধে নরসিংদী মডেল থানায় আগে থেকেই একটি মাদক মামলা আছে। এছাড়া বিল্লালের বিরুদ্ধে বিভিন্ন থানায় অস্ত্র, ছিনতাই, চুরিসহ মোট ১২টি মামলা আছে। গ্রেফতারদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৮১১ ঘণ্টা, অক্টোবর ২১, ২০২২
এফআর