ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

পল্টনে তিন ছিনতাইকারী আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৪ ঘণ্টা, অক্টোবর ২১, ২০২২
পল্টনে তিন ছিনতাইকারী আটক

ঢাকা: রাজধানীর পল্টন এলাকায় অভিযান চালিয়ে তিন ছিনতাইকারীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১০)।

আটকরা হলেন- হৃদয় (৩২), রফিক (২৫) ও জীবন (২১)।

বৃহস্পতিবার (২০ অক্টোবর) দিনগত রাতে পল্টনের বিজয়নগর এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

এ সময় তাদের কাছ থেকে ছিনতাই কাজে ব্যবহৃত ৩টি চাকু জব্দ করা হয়।

র‌্যাব-১০ এর সহকারী পুলিশ সুপার (এএসপি) এনায়েত কবীর সোয়েব জানান, আটকরা বেশ কিছুদিন ধরে পল্টনসহ আশপাশের এলাকায় পথচারীদের ধারালো চাকুর ভয় দেখিয়ে টাকা ও মোবাইল ফোনসহ বিভিন্ন মূল্যবান সম্পদ ছিনতাই করে আসছিল। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, শুক্রবার ২১, ২০২২
পিএম/এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।