ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

রাজশাহী কারাগারে হত্যা মামলার আসামির মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৫ ঘণ্টা, অক্টোবর ২১, ২০২২
রাজশাহী কারাগারে হত্যা মামলার আসামির মৃত্যু

রাজশাহী: রাজশাহী কেন্দ্রীয় কারাগারে হাবিবুর রহমান (৬৬) নামের এক হাজতির মৃত্যু হয়েছে। তিনি হত্যা মামলার আসামি ছিলেন।

তার বাড়ি রাজশাহীর পুঠিয়া উপজেলার সাতবাড়িয়া দিয়াড়পাড়া গ্রামে।  

শুক্রবার (২১ অক্টোবর) সকালে কারাগারে অসুস্থ হয়ে পড়লে তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়। তবে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রাজশাহী কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সুব্রত কুমার বালা তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। তিনি বলেন, স্ত্রীকে কুপিয়ে হত্যা  মামলার আসামি ছিলেন হাবিবুর রহমান। ২০২১ সালের ২০ ফেব্রুয়ারি থেকে তিনি রাজশাহী কেন্দ্রীয় কারাগারে বন্দি ছিলেন। মানসিকভাবে অসুস্থ ছিলেন হাবিবুর। আজ সকাল ১০টার দিকে হঠাৎ তিনি ভীষণ অসুস্থ হয়ে পড়েন। এরপর অবস্থার অবনতি হলে তাকে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

তার মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্তের পর আইনি প্রক্রিয়া শেষে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান এই ঊর্ধ্বতন কারা কর্মকর্তা।

বাংলা সময়: ১৯৪৫ ঘণ্টা, অক্টোবর ২১, ২০২২
এসএস/এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।