ঢাকা: বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগে সংস্থাটির ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপরিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)।
শুক্রবার (২১ অক্টোবর) রাতে ডিবির লালবাগ বিভাগের সদস্যরা রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করেছে।
ডিবি লালবাগ বিভাগের এক কর্মকর্তা জানান, শুক্রবার (২১ অক্টোবর) বিমানের একটি নিয়োগ পরীক্ষা স্থগিত হয়েছে প্রশ্ন ফাঁসের অভিযোগে। গোয়েন্দা নজরদারির ভিত্তিতে প্রশ্ন ফাঁসের সঙ্গে সংশ্লিষ্ট বিমানের জুনিয়র ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করা হয়েছে।
ডিবি জানায়, শনিবার (২২ অক্টোবর) দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানাবেন ডিবির অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ।
শুক্রবার (২১ অক্টোবর) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১০০ জন ড্রাইভারসহ বেশ কয়েকটি পদে নিয়োগের লিখিত পরীক্ষা স্থগিত হয়েছে। পরীক্ষা শুরুর আগেই প্রশ্নফাঁস হয়ে যাওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এদিন বিকেল সাড়ে ৩টায় উত্তরার আইইএস উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ও উত্তরার নওয়াব হাবিবুল্লাহ মডেল স্কুল অ্যান্ড কলেজে জুনিয়র অপারেটর জিএসই (ক্যাজুয়েল) প্রার্থীদের নিয়োগ পরীক্ষা হওয়ার কথা ছিল।
এছাড়া, জুনিয়র টেইলর কাম আপহোলস্টার, প্রি-প্রেস অ্যাসিস্টেন্ট, জুনিয়র ওয়েল্ডার জিএসই, জুনিয়র পেইন্টার জিএসই, জুনিয়র মেকানিক (টায়ার) জিএসই, জুনিয়র এমটি মেকানিক, জুনিয়র মেকানিক জিএসই (ক্যাজুয়েল), জুনিয়র ইলেক্ট্রিশিয়ান জিএসই (ক্যাজুয়াল) পদের পরীক্ষা নওয়াব হাবিবুল্লাহ মডেল স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
বাংলাদেশ সময়: ২১২৩ ঘণ্টা, অক্টোবর ২১, ২০২২
পিএম/এমএমজেড