সাতক্ষীরা: সাতক্ষীরার শ্যামনগরে অভিযান পরিচারনা করে দুইটি হরিণের চামড়া উদ্ধার করেছে র্যাব।
শুক্রবার (২১ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে উপজেলার মুন্সিগঞ্জ এলাকা থেকে হরিণের চামড়াগুলো উদ্ধার করা হয়।
র্যাব-৬ এর সাতক্ষীরা ক্যাম্প থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন তথ্যের ভিত্তিতে শ্যামনগরের মুন্সিগঞ্জে অভিযান পরিচালনা করে পরিত্যক্ত অবস্থায় দুইটি হরিণের চামড়া উদ্ধার করা হয়েছে। পরে সেগুলো বনবিভাগের কাছে হস্তান্তর করেছে র্যাব।
বাংলাদেশ সময়: ০৯৪২ ঘণ্টা, অক্টোবর ২২, ২০২২
এফআর