ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

যমুনায় ইলিশ শিকার, ৭ জেলেকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৮ ঘণ্টা, অক্টোবর ২২, ২০২২
যমুনায় ইলিশ শিকার, ৭ জেলেকে জরিমানা যমুনায় ইলিশ শিকার, ৭ জেলেকে জরিমানা

মানিকগঞ্জ: মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় নিষেধাজ্ঞা অমান্য করে যমুনা নদীতে ইলিশ শিকার করায় সাত জেলেকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক।

শনিবার ( ২২ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে ওই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অর্ণব মালাকার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, শুক্রবার মধ্যরাত থেকে ভোর পর্যন্ত যমুনা নদীর বিভিন্ন পয়েন্টে মা ইলিশ রক্ষায় অভিযান পরিচালনা করা হয়। সে সময় ওই সাত জেলেকে আটক করা হয়েছে। আটকদের কাছ থেকে ১০ কেজি ইলিশ মাছ ও ১ লাখ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ফেলা হয়েছে এবং মাছ এতিমখানা ও মাদরাসায় বিতরণ করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ওই জেলেদের ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১২০৮ ঘণ্টা, অক্টোবর ২২, ২০২২
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।