নাটোর: নাটোরের সিংড়ায় ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে মো. রফিকুল ইসলাম (৪০) নামে একজন নিহত এবং দু’জন আহত হয়েছেন।
শনিবার (২২ অক্টোবর) সকালে উপজেলার চৌগ্রামের ঋষিপাড়া এলাকায় এ র্দুঘটনা ঘটে।
নিহত রফিকুল ওই উপজেলার ছোট চৌগ্রাম এলাকার মৃত সোবাহানের ছেলে। তিনি দুর্ঘটনাকবলিত অটোরিকশার চালক ছিলেন।
আহত দু’জন হলেন- অটোরিকশার যাত্রী আশিক ও বুলবুল। তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, সকালে বড়িয়া গ্রাম থেকে অটোরিকশায় যাত্রী নিয়ে সিংড়ার দিকে যাচ্ছিলেন রফিকুল। পথে ঋষিপাড়া থেকে নাটোর-বগুড়া মহাসড়কে ওঠার সময় ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে চালক রফিকুলসহ ওই দুই যাত্রী গুরুতর আহত হন। তাদের উদ্ধার হাসপাতালে নেওয়ার পথে রফিকুলের মৃত্যু হয়।
আর অপর দু’জনের একজনকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়েছে এবং একজন সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
ওসি বলেন, ঘাতক ট্রাকটিকে শনাক্ত করা যায়নি। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য হাইওয়ে পুলিশকে বলা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, অক্টোবর ২২, ২০২২
এসআরএস