ঢাকা, শনিবার, ২৭ বৈশাখ ১৪৩১, ১১ মে ২০২৪, ০২ জিলকদ ১৪৪৫

জাতীয়

চলন্ত লঞ্চে সন্তান প্রসব, আজীবন ভ্রমণ ভাড়া ফ্রি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪১ ঘণ্টা, অক্টোবর ২২, ২০২২
চলন্ত লঞ্চে সন্তান প্রসব, আজীবন ভ্রমণ ভাড়া ফ্রি মা ও সন্তান।

বরগুনা: ঢাকা থেকে বরগুনার আমতলীগামী এমভি সুন্দরবন-৭ লঞ্চে যাত্রাপথে ছেলে সন্তানের জন্ম দিয়েছেন এক নারী।

শনিবার (২২ অক্টোবর) সকালে সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন এমভি সুন্দরবন-৭ লঞ্চের ম্যানেজার মো. অপু রহমান।

তিনি বলেন, ওই নারী বরগুনা সদর উপজেলার বুড়িরচর ইউনিয়নের মাইঠা এলাকার মো. শাহ্ জালালের স্ত্রী তামান্না বেগম (২৩)।  

ওই লঞ্চে শিশুটি এবং তার মা-বাবাকে আজীবন বিনা খরচে যাতায়াতের সুযোগ দেওয়ার ঘোষণা দিয়েছে র্কতৃপক্ষ।

জানা যায়, দিবাগত রাত ১টার সময় নদীতে চলমান লঞ্চে বাচ্চা প্রসব করেন ওই নারী। নিরাপদে সন্তান প্রসব হওয়ায় লঞ্চজুড়ে উৎসবের আমেজ বিরাজ করেছে বলে জানিয়েছেন যাত্রীরা।  

বিষয়টি লঞ্চের দায়িত্বরত স্টাফরা জানতে পেরে দুইজন নারীর সহায়তায় নিরাপদে সন্তান প্রসব করান।

এছাড়া একজন নারী চিকিৎসক সহায়তায় এগিয়ে এসে শিশুটি ও মা সুস্থ রয়েছে বলে নিশ্চিত করেন।

সুন্দরবন-৭ এর ম্যানেজার অপু আরও বলেন, ওই নারীর প্রসব ব্যথায় শুরু হলে কেবিনে নেওয়ার আগে সন্তান ভূমিষ্ঠ হয়ে যায়। ছেলে ও মা দুজনেই সুস্থ আছেন। আমরা সকালে নতুন জামা কাপড় ও মিষ্টি কিনে দিয়েছি।  

সুন্দরবন-৭ লঞ্চ মালিক সাইদুর রহমান রিন্টু সংবাদমাধ্যমকে বলেন, গভীর রাতে কেরানির ফোন পেয়ে চমকে গেলও খবরটি ছিল আনন্দের। কেরানি শাহ্ আলম বলেন, স্যার লঞ্চে একটি ছেলে সন্তান জন্মগ্রহণ করেছে। আমি সঙ্গে সঙ্গে ঘোষণা দিয়ে শাহ্ আলমকে বলি পরিবারকে জানিয়ে দিতে- এই শিশু সন্তান ও তাঁর মা বাবার আমার মালিকানাধীন লঞ্চে সারাজীবন যাতায়াত করবে একদম ফ্রি।

বাংলাদেশ সময়: ১৯১২ ঘণ্টা, অক্টোবর ২২, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।