ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

দুর্ঘটনা রোধে আইন মেনে সড়কে চলার আহ্বান

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪২ ঘণ্টা, অক্টোবর ২২, ২০২২
দুর্ঘটনা রোধে আইন মেনে সড়কে চলার আহ্বান

রাজশাহী: রাজশাহীতে নানা আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপিত হয়েছে।  

'আইন মেনে সড়কে চলি, নিরাপদে ঘরে ফিরি' এ প্রতিপাদ্যে শনিবার (২২ অক্টোবর) সকালে রাজশাহী জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।

শোভাযাত্রাটি কোর্ট শহীদ মিনার চত্বরসহ মহানগরের বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

পরে সড়ক দুর্ঘটনা কমাতে জনসচেতনতা বাড়ানোর লক্ষ্যে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা দুর্ঘটনা প্রতিরোধে আইন মেনে সড়কে চলার আহ্বান জানান।

এ সময় বক্তারা সড়কের নিরাপত্তা কার্যক্রম টেকসই করতে সংশ্লিষ্ট সবাইকে সচেতন হওয়ার পাশাপাশি যথাযথভাবে দায়িত্ব পালনের জন্যও আহ্বান জানান।

সভায় রাজশাহীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সাবিহা সুলতানার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) অনির্বান চাকমা। এছাড়া আরও উপস্থিত ছিলেন বিভিন্ন পর্যায়ের সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক নেতারা ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা।

বাংলাদেশ সময়: ১৯৪২ ঘণ্টা, অক্টোবর ২২, ২০২২
এসএস/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।