ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

পানির দাবিতে বালতি-ঝাড়ু মিছিল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৮ ঘণ্টা, অক্টোবর ২২, ২০২২
পানির দাবিতে বালতি-ঝাড়ু মিছিল

ঢাকা: রাজধানীতে পানির দাবিতে বালতি-ঝাড়ু নিয়ে বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। পানি সংকট না গেলে ওয়াসা অফিস ঘেরাওয়ের ঘোষণা দেন তারা।

শনিবার (২২ অক্টোবর) রাজধানীর সিদ্ধেশ্বরী সার্কুলার রোডে এ বিক্ষোভ করেন ভুক্তভোগীরা।

জানা যায়, বিক্ষোভের সময় ওয়াসার পানির গাড়ি আসলে গাড়ির সামনে বিক্ষোভ করেন বাসিন্দারা। পানি সংকট না গেলে ওয়াসা অফিস ঘেরাওয়ের ঘোষণা দেন তারা। এরপর ওয়াসার টেকনিশিয়ানরা এলে দিনভর দফায় দফায় এলাকাবাসীর বিক্ষোভের মুখে পড়েন তারা।

এলাকাবাসী অভিযোগ বলেন, বাড়তি টাকা দিয়ে পানির গাড়ি থেকে কিনে আপাতত প্রয়োজন মেটাতে বলছে ওয়াসা। কিন্তু এই সুযোগে এলাকাটিতে শুরু হয়েছে পানির গাড়ি নিয়ে বাণিজ্য। গাড়িতে করে পানি বাসাবাড়ির ট্যাংকিতে দিতে গিয়েও ৪০০ টাকার পানির জন্য ওয়াসার ড্রাইভাররা দাম হাঁকছেন ৭০০ টাকা।

বাসিন্দারা জানান, কয়েক দিন ধরেই চলছিল পানির অভাব। কিন্তু বুধবার (১৯ অক্টোবর) মালিবাগ মোড়ে ওয়াসার কর্মীরা পানির লাইনে কাজ করার পর থেকে একেবারেই পানি আসা বন্ধ। এক্ষেত্রে কারসাজি হতে পারে বলেও অভিযোগ অনেকের।

সিদ্ধেশ্বরী সার্কুলার রোডের বাসিন্দারা জানান, এই এলাকায় কোনোদিনও এমন পানিশূন্য পরিস্থিতির তৈরি হয়নি। এখানকার বাসিন্দাদের অনেকেই পানির অভাবে রান্না করতে না পেরে দোকান থেকে খাবার কিনে খাচ্ছেন। পানির অভাবে শিশু ও বয়স্কদের অনেকেই অসুস্থ হয়ে পড়েছেন। অনেকেই এলাকা ছেড়ে অন্য এলাকায় আত্মীয়-স্বজনের বাড়িতে গিয়ে থাকছেন।

ওয়াসার সংশ্লিষ্টরা প্রতিদিনই বলছেন, ২৪ ঘণ্টার মধ্যে সংকট কেটে যাবে। কিন্তু সেই ২৪ ঘণ্টা চার দিনেও শেষ হয়নি। বরং সংকট আরও প্রকট আকার ধারণ করেছে।

শনিবার বিক্ষোভের পর বিভিন্ন পাম্পে ওয়াসার কর্মচারীরা পর্যবেক্ষণে গেলেও সমাধানের কোনো নির্দিষ্ট সময় বলছেন না।

বাংলাদেশ সময়: ২১১১ ঘণ্টা, অক্টোবর ২২, ২০২২
এমএমআই/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।