ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

সিরাজগঞ্জে যমুনার চরে স্বাস্থ্য ও পরিবার কল্যাণকেন্দ্র

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২১ ঘণ্টা, অক্টোবর ২২, ২০২২
সিরাজগঞ্জে যমুনার চরে স্বাস্থ্য ও পরিবার কল্যাণকেন্দ্র

সিরাজগঞ্জ: চরাঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে সিরাজগঞ্জে যমুনার দুর্গম চরে স্থাপন হলো স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র।  

শনিবার (২২ অক্টোবর) দুপুরে সিরাজগঞ্জ সদর উপজেলার কাওয়াকোলা ইউনিয়নের কাটেংগার চরে স্বাস্থ্য ও পরিবার কল্যাণকেন্দ্রের ভবন উদ্বোধন করেন সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. মো. হাবিবে মিল্লাত মুন্না।

উদ্বোধন শেষে কাওয়াকোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউর রহমান জিয়া মুন্সির সভাপতিত্বে এক আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. রিয়াজ উদ্দীন, পরিবার পরিকল্পনার অধিদপ্তরের উপ-পরিচালক ডা. আব্দুল্লাহেল বাকি, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আব্দুল হাকিম, পৌর আওয়ামী লীগের সভাপতি হেলাল উদ্দীন, সম্পাদক সেলিম আহেমদ, জেলা পরিষদ সদস্য একরামুল হক প্রমুখ।  

বাংলাদেশ সময়: ২১১৯ ঘণ্টা, অক্টোবর ২২, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।