ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

রেক্টিফায়ারের ত্রুটি: ল্যান্ড ফোনে আউট গোয়িং বন্ধ

স্পেশাল করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩২ ঘণ্টা, অক্টোবর ২২, ২০২২
রেক্টিফায়ারের ত্রুটি: ল্যান্ড ফোনে আউট গোয়িং বন্ধ

ঢাকা: বিদ্যুৎ সমস্যার কারণে বিটিসিএল এক্সেস গেটওয়ের রেক্টিফায়ারে ত্রুটি দেখা দিয়েছে। এতে বিটিসিএলের ফোনে আউট গোয়িং কল করা যাচ্ছে না।

বিটিসিএলের একজন কর্মকর্তা এ তথ্য জানিয়ে বলেন, শনিবার (অক্টোবর) সকাল থেকে বিটিসিএলের ফোনে আউট গোয়িং কল করা যাচ্ছে না।  

তিনি বলেন, রেক্টিফায়ার পরিবর্তনের কাজ চলছে। আশা করা যায় রাতের মধ্যেই সব ঠিক হয়ে যাবে।

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে দেশে বিদ্যুতের ঘাটতি দেখা দেওয়ায় সিডিউল করে লোডশেডিং চলছে। এর প্রভাব পড়েছে টেলিকম খাতেও।  

বাংলাদেশ সময়: ২১৩২ ঘণ্টা, অক্টোবর ২২, ২০২২
এমআইএইচ/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।