ঢাকা: রাজধানীতে অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় মাদক বিক্রি ও সেবনের দায়ে ৪৬ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
শনিবার (২২ অক্টোবর) সকাল ৬টা থেকে রোববার (২৩ অক্টোবর) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকা থেকে তাদের আটক করা হয়।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-কমিশনার মো. ফারুক হোসেন এ তথ্য বাংলানিউজকে নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গ্রেফতার ৪৬ জনের কাছ থেকে সাত হাজার ৯৯৬টি ইয়াবা ট্যাবলেট, ১৭ কেজি ৯৫ গ্রাম গাঁজা, ১৩২.৫ গ্রাম হেরোইন, এক বোতল বিদেশি মদ ও ৩ গ্রাম আইস জব্দ করা হয়। এ ঘটনায় তাদের নামে ডিএমপির থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৪টি মামলা দায়ের করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১১২৫ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০২২
এমএমআই/এসআরএস