ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

সরাইলে ছেলের ছুরিকাঘাতে বাবা খুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৮ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০২২
সরাইলে ছেলের ছুরিকাঘাতে বাবা খুন

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় টাকা না দেওয়ায় মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মগল মিয়া (৫৫) নামে এক প্রবাসীকে খুন হয়েছেন।

রোববার (২৩ অক্টোবর) সকালে উপজেলার শাহজাদাপুর ইউনিয়নের দেওড়া পশ্চিমপাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত মগল মিয়া ওই এলাকার মৃত নবী হোসেনের ছেলে। ঘটনার পরই পালিয়েছেন ঘাতক ছেলে মনির হোসেন (৩১)।

স্থানীয় সূত্রে জানা যায়, মগল মিয়া দীর্ঘদিন সৌদি আরব ছিলেন। এক মাস আগে তিনি দেশে ফেরেন। তার দুই ছেলে ও তিন মেয়ের মধ্যে মনির সবার বড়। মনির ছিলেন অনেকটা ভবঘুরে প্রকৃতির। তার বিরুদ্ধে রয়েছে মাদক সেবন ও একাধিক বিয়ের অভিযোগও। কাজ না করে বাবার কাছ থেকে নিয়মিত টাকা চেয়ে নিতেন। রোববার (২৩ অক্টোবর) সকালে বাবার কাছে টাকা চান মনির। বাবা টাকা দিতে রাজি না হলে মনির বাবার বুকে ছুরি দিয়ে আঘাত করেন। এতে গুরুতর জখম হওয়ায় স্বজনরা মগল মিয়াকে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

সরাইল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসাইন বলেন, ঘাতক ছেলেকে আটক করতে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে।

বাংলাদেশ সময়: ১২৫৩ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০২২
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।