ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

লক্ষ্মীপুরে পিকআপভ্যানের ধাক্কায় প্রাণ গেল ব্যাংক কর্মকর্তার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৭ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০২২
লক্ষ্মীপুরে পিকআপভ্যানের ধাক্কায় প্রাণ গেল ব্যাংক কর্মকর্তার

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুর-নোয়াখালী মহাসড়কে পিকআপভ্যানের ধাক্কায় মো. ইব্রাহিম (৩৫) নামে এক ব্যাংক কর্মকর্তা নিহত হয়েছেন।  

রোববার (২৩ অক্টোবর) দুপুর ১২টার দিকে লক্ষ্মীপুর জেলা কারাগারের সামনে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত ইব্রাহিম শরীয়তপুর জেলার নাড়িয়া উপজেলার মাইজপাড়া রাঢ়িকান্দি এলাকার আবদুল হামিদ মিয়ার ছেলে। তিনি ডাচ্ বাংলা ব্যাংকের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ শাখায় কর্মরত বলে জানা গেছে।  

স্থানীয়রা জানায়, ইব্রাহিম লক্ষ্মীপুর শহর থেকে মোটরসাইকেলে করে চন্দ্রগঞ্জের দিকে যাচ্ছিলেন। জেলা কারাগারের সামনে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি সিএনজি অটোরিকশাকে পাশ কাটতে গেলে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপভ্যান তার মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে তিনি রাস্তায় পড়ে যান। মাথায় হেলমেট থাকলেও সেটি ভেঙে তার মাথা থেঁতলে গিয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।  

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোসলেহ্ উদ্দিন বলেন, নিহতের পকেটে থাকা ভোটার আইডি কার্ডের মাধ্যমে তার পরিচয় শনাক্ত হওয়া গেছে। ব্যাংকের লোকজনের সঙ্গে যোগাযোগ করে পরিবারের সদস্যদের খবর দেওয়া হচ্ছে। মরদেহ এবং জব্দকৃত গাড়ি হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হবে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।  

বাংলাদেশ সময়: ১৬০৫ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।