ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

ঘূর্ণিঝড় সিত্রাং পরবর্তী পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত বিমানবাহিনী

স্পেশাল করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১১ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০২২
ঘূর্ণিঝড় সিত্রাং পরবর্তী পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত বিমানবাহিনী সংগৃহীত ছবি

ঢাকা: ঘূর্ণিঝড় 'সিত্রাং' পরবর্তী ত্রাণ সরবরাহ, চিকিৎসা প্রদান, দুর্যোগ কবলিত মানুষকে সহায়তা প্রদান এবং যাবতীয় উদ্ধার কাজে সহায়তা প্রদান করতে সব ধরনের প্রস্তুতি নিয়েছে  বিমানবাহিনী।  

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) মো. নূর ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঘূর্ণিঝড় সিত্রাং বাংলাদেশ উপকূলবর্তী এলাকায় আঘাত হানতে শুরু করেছে। ঘূর্ণিঝড়টি বাংলাদেশের দক্ষিণাঞ্চলের উপকূলবর্তী এলাকায় আঘাত হেনে দেশের উত্তরাংশ অতিক্রম করবে বলে জানা যায়।  

বাংলাদেশ বিমানবাহিনী সবসময় দুর্যোগ মোকাবিলায় সদা তৎপর থাকে। একইভাবে ঘূর্ণিঝড় 'সিত্রাং' পরবর্তী যে কোনো দুর্যোগ মোকাবিলায় তথা ত্রাণ সরবরাহ, চিকিৎসা প্রদান, দুর্যোগ কবলিত মানুষকে সহায়তা প্রদান এবং যাবতীয় উদ্ধার কাজে সহায়তা প্রদান করার লক্ষ্যে বাংলাদেশ বিমান বাহিনীর পর্যাপ্ত পরিমাণ বিভিন্ন বিমান ও হেলিকপ্টার প্রস্তুত রাখা হয়েছে।

সার্বক্ষণিক দুর্যোগ মোকাবিলার এবং তদসম্পর্কিত যেকোনো তথ্য সংগ্রহ ও সার্বক্ষণিক যোগাযোগ করার লক্ষ্যে বিমানবাহিনীর তত্ত্বাবধানে বিমান বাহিনী ঘাঁটি বাশার এ ১টি কেন্দ্রীয় দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র চালু করা হয়েছে।

দ্রুত ও নির্বিঘ্ন যোগাযোগের জন্য দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্রে দিন-রাত ২৪ ঘন্টা বিমা বাহিনীর সদস্যগণ কর্তব্য পালন করছেন।  

এছাড়া, কেন্দ্রীয় দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র ছাড়াও বিমান বাহিনীর প্রতিটি ঘাঁটিতে নিজ নিজ এলাকার দুর্যোগ মোকাবিলার লক্ষ্যে আলাদা আলাদা নিয়ন্ত্রণ কক্ষ চালু করা হয়েছে।  

বাংলাদেশ বিমানবাহিনী প্রধানের নির্দেশনায় বাংলাদেশ বিমানবাহিনীর সকল সদস্য ঘূর্ণিঝড় পরবর্তী যেকোনো দূর্যোগ পরিস্থিতি মোকাবেলা এবং জনসাধারণের সহায়তা করতে প্রস্তুত রয়েছে।

বাংলাদেশ সময়:  ২৩০৫ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০২২
এমইউএম/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।