ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

ঘূর্ণিঝড়ে ভোলায় দুইজনের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪০ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০২২
ঘূর্ণিঝড়ে ভোলায় দুইজনের মৃত্যু

ভোলা: ভোলার চরফ্যাশনে ঘূর্ণিঝড় সিত্রাং-এর তাণ্ডবে গাছ ও দেয়ালচাপায় দুইজনের মৃত্যু হয়েছে।  

চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরাদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

চরফ্যাশন উপজেলার জাজিরগঞ্জ ও দৌলতখান পৌরসভার ৫ নং ওয়ার্ডে পৃথক এ দুর্ঘটনা ঘটে। নিহত দুজন হলেন- মনির (৩৫) ও বিবি খাদিজা (৮০)।

স্থানীয় সুত্র জানায়, ঘূর্ণিঝড়ের সময় বাড়ির পাশের রাস্তার ধারে দেয়াল ধসে পড়লে মনির নামের ওই ব্যক্তি মারা যান। আর ঘরের ওপর একটি গাছ ভেঙে পড়লে গুরুতর আহত হন বৃদ্ধ খাদিজা। পরে তাকে দৌলতখান। হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।  

বাংলাদেশ সময়: ২৩৩৭ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০২২
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।