ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

খুলনার আকাশে সূর্যের উঁকি, উচ্ছ্বসিত উপকূলের মানুষ 

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩৬ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০২২
খুলনার আকাশে সূর্যের উঁকি, উচ্ছ্বসিত উপকূলের মানুষ 

খুলনা: সকালের সোনা রোদ উঁকি দিয়েছে খুলনার আকাশে।  মঙ্গলবার (২৫ অক্টোবর) সকালে ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে কেটে যাওয়ায় পূর্ব আকাশের মেঘকে আড়ালে ফেলে সোনালি রোদ হাসি দিয়েছে।

এতে উজ্জীবিত আতঙ্কগ্রস্ত উপকূলের মানুষ।  

প্রভাতে মধুময় উষ্ণ সোনা রোদ তাদের ঘুম ভাঙিয়েছে। স্বপ্নিল প্রত্যাশা নিয়ে উপকূলের লাখো মানুষ শুরু করেছে তাদের নতুন যাত্রা।

উপকূলের মানুষ ভেবেছিল, ঘূর্ণিঝড় তাদের আবারও এলোমেলো করে দেবে। সেই ভয়ে তারা সাইক্লোন শেল্টারে রাত্রিযাপন করেছেন। কিন্তু সকালে রোদের সোনালি হাসি দেখে তারা ভীষণ খুশি।

খুলনার উপকূলীয় কয়রা উপজেলার মদিনাবাদ গ্রামের ইমদাদুল হক বাংলানিউজকে বলেন, ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে টানা বর্ষণে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। তবে সকালে সূর্যের আলো দেখে মনের মধ্যে খুবই ভালো লাগছে। কারণ আমরা কয়রা উপকূলবাসী রাতে সবাই খুবই আতঙ্কের ভেতরে ছিলাম। এখন আর আল্লাহর রহমতে কোনো ভয় নাই।
আলহামদুলিল্লাহ ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে কেটে গেছে। এখন লোকজন সবাই যে যার কাজ কর্মে যাচ্ছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, উপকূল অতিক্রম করে ঘূর্ণিঝড় সিত্রাং শক্তি হারিয়ে স্থল নিম্নচাপে পরিণত হয়েছে। ধীরে ধীরে আরও দুর্বল হয়ে এটি গুরুত্বহীন হয়ে পড়বে।

আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক জানিয়েছেন, ঘূর্ণিঝড় ‘সিত্রাং’ উত্তর-উত্তরপূর্ব দিকে অতি দ্রুত অগ্রসর হয়ে সোমবার (২৪ অক্টোবর) মধ্যরাতে ভোলার পাশ দিয়ে বরিশাল-চট্টগ্রাম উপকূল অতিক্রম সম্পন্ন করে বৃষ্টি ঝরিয়ে দুর্বল হয়ে স্থল নিম্নচাপে পরিণত হয়েছে।

বাংলাদেশ সময়: ০৮৩৪ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০২২
এমআরএম/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।