ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

বড়লেখায় জনপ্রতিনিধি কারাগারে

ডিভিশনাল সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৩ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০২২
বড়লেখায় জনপ্রতিনিধি কারাগারে

মৌলভীবাজার: বড়লেখা উপজেলার দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়ন পরিষদের সদস্য এনামুল হককে কারাগারে পাঠিয়েছেন আদালত।

একটি হত্যা চেষ্টা ও শ্লীলতাহানি মামলায় রোববার (২৩ অক্টোবর) জামিন নিতে গেলে বড়লেখা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ক্ষমতাপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট এম. মিছবাহ উর রহমান তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

মামলার বিবরণে জানা গেছে, উপজেলার কাশেম নগর গ্রামের গৃহিনী আফিয়া বেগমের ভাই মুরাদ মিয়ার সঙ্গে ইউপি সদস্য এনামুলরে পূর্ব-বিরোধ চলছিল। এর জেরধরে গত ২৭ জুলাই রাতে মুরাদ মিয়া ও তার ভাগ্না শাহান আহমদ জুড়ী উপজেলার গোয়ালবাড়ী হতে মোটরসাইকেল যোগে কাঠমিস্ত্রির কাজ শেষে বাড়ি ফিরছিল। তারা কাশেমনগর গ্রামের রুস্তম আলীর বাড়ির পাশের রাস্তায় এলে কয়েকজন লোক নিয়ে ইউপি সদস্য এনামুল হক তাদেরকে সিগনাল দেন। তাদের হাতে দেশীয় অস্ত্র দেখে মুরাদ মিয়া সিগনাল অমান্য করে বোন আফিয়া বেগমের বাড়িতে আশ্রয় নেয়।

পরে ইউপি সদস্য এনামুল হক, তার সহযোগী লোকমান হোসেন, মফিজ, মাসুক মিয়া প্রমুখ দা, লাঠি নিয়ে আফিয়া বেগমের বাড়িতে ঢুকে হত্যার উদ্দেশ্যে মুরাদ ও শাহান আহমদের ওপর অতর্কিত হামলা চালায় এবং মোটরসাইকেল ভাঙ্গচুর করে। আফিয়া বেগম ছেলে ও ভাইকে বাঁচাতে গেলে তারা তাকেও মারধর ও শ্লীলতাহানী ঘটায়। তারা সন্ত্রাসী হামলা চালিয়ে ঘরবাড়ির ব্যাপক ক্ষতিসাধন ও লুটপাট করে। এ ঘটনায় পরদিন আফিয়া বেগম ইউপি সদস্য এনামুল হককে প্রধান আসামী করে ১২ জনের বিরুদ্ধে থানায় মামলা করেন।

সোমবার (২৪ অক্টোবর) বড়লেখা আদালত পুলিশের জি.আরও পিযুষ দাস জানান, একটি হত্যা চেষ্টা ও হামলা-ভাঙ্গচুর মামলায় ইউপি মেম্বার এনামুল হক রোববার আদালতে জামিন নিতে যান। আদালত জামিন না-মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

বাংলাদেশ সময়: ১০১২ ঘণ্টা, ২৪ অক্টোবর, ২০২২
বিবিবি/এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।