ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

হাওরে জনজীবন স্থবির

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৩ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০২২
হাওরে জনজীবন স্থবির

হবিগঞ্জ: ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে হবিগঞ্জ জেলাজুড়ে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি অব্যাহত রয়েছে। স্থবিরতা নেমেছে হাওরাঞ্চলের জনপদগুলোর মানুষের জীবনযাত্রায়।

তবে এ ঘূর্ণিঝড়ের প্রভাবে হবিগঞ্জের তেমন ক্ষয়ক্ষতি হওয়ার সংখ্যা নেই বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।  

সোমবার (২৪ অক্টোবর) ভোর থেকেই জেলাজুড়ে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়। মঙ্গলবার (২৫ অক্টোবর) সকাল ১০টা পর্যন্ত থেমে থেমে বৃষ্টি চলছিল। কখনও কখনও ভারী বৃষ্টিও হয়েছে। ধমকা বাতাস চলছে অব্যাহতভাবে।

এ কারণে বানিয়াচং উপজেলার বড় গুইল হাওরে মানুষের উপস্থিতি দেখা যায়নি। মাঝেমধ্যে দু’য়েকজন হাওরে আসলেও তাঁরা বেশি সময় সেখানে অবস্থান করেননি। একই অবস্থার খবর পাওয়া গেছে জেলার আজমিরীগঞ্জ, নবীগঞ্জ, লাখাই ও বাহুবল উপজেলার হাওরাঞ্চলেও। এজন্য মাঠে চাষাবাদের কার্যক্রম পুরোপুরিভাবে বন্ধ রয়েছে।  

আজমিরীগঞ্জ উপজেলার হিলালপুর গ্রামের কৃষক ওয়ারিশ মিয়া বাংলানিউজকে বলেন, ‘রোপা আমনের জমিতে মাজারা পোকা আক্রমণ করেছে, কীটনাশক ছিটানোর কথা ছিল, কিন্তু ঘূর্ণিঝড়ের প্রভাবে দিনভর বৃষ্টিপাত হওয়ায় সেই সম্ভব হচ্ছে না, কারণ কীটনাশক ছিটালে তা পানির সঙ্গে ভেসে যাবে’।  

একই কথা জানিয়েছেন গ্রামটির বাসিন্দা আরও কয়েকজন।  

বানিয়াচং উপজেলার কৃষক তৌফিক মিয়া জানান, বেড়িকোণা হাওরে তাঁর কিছু জমি থেকে পানি নেমেছে। সেগুলোতে হালচাষ করার কথা ছিল। কিন্তু বৃষ্টি ও বাতাসের কারণে তিনি হাওরে যেতে পারেননি।  

শুটকি নদীর তীরে গিয়ে দেখা যায়, নদীতে চলাচলরত নৌকাগুলো পাড়ে নোঙর করে রাখা হয়েছে।  

মাঝি উম্মেদ আলী জানান, তারা নৌকা দিয়ে বালু বহন করেন। কিন্তু বৃষ্টির কারণে তাঁর নৌকাটি দুইদিন নোঙর করা ছিল। এজন্য নৌকায় থাকা সাতজনের এদিন এক টাকাও রোজগার হয়নি।

হবিগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপ বিভাগীয় প্রকৌশলী মিনহাজ আহমেদ শোভন জানিয়েছেন, অব্যাহতভাবে ২৪ ঘণ্টায় ৩৫ মিলিমিটার বৃষ্টি হলেও তবে ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে এখানকার কোন নদীতে পানি বাড়েনি।  

এতে এ জেলায় তেমন কোন ক্ষতির শঙ্কা নেই বলেও জানান তিনি।  

বাংলাদেশ সময়: ১১২১ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০২২
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।