পটুয়াখালী: ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে সোমবার (২৪ অক্টোবর) ভোর থেকে গভীর রাত পর্যন্ত সারাদেশের মতো পটুয়াখালীর ওপর দিয়েও ঝড়-বৃষ্টি বয়ে গেছে।
ঝড়ের কবলে পড়ে রাতে পটুয়াখালী সদর উপজেলায় লোহালিয়া নদীতে একটি নৌকা ডুবে যায়।
নুরুল ইসলাম সদর উপজেলার লোহালিয়া ইউনিয়নের প্রত্যাপপুর এলাকার বাসিন্দা।
এদিকে কলাপাড়া ডালবুগঞ্জ এলাকায় গাছ ভেঙে পড়ে রাশেদা বেগম (৫০) নামে এক নারী আহত হয়েছেন। তিনি একই এলাকার মেনাজ ব্যাপারির স্ত্রী। তাকে উদ্ধার করে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে মহিপুর থানা পুলিশ।
এছাড়া জেলার গলাচিপা উপজেলার বিচ্ছিন্ন ইউনিয়ন চরবিশ্বাসের বটতলা বাজার হাজি মেহের আলী মসজিদের ইমাম মো. ইসমাইল গাছের নিচে চাপা পড়ে আহত হয়েছেন।
পরে খবর পেয়ে গলাচিপা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মহিউদ্দিন আল হেলাল স্বাস্থ্য বিভাগের সঙ্গে কথা বলে তার প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করেন।
বাংলাদেশ সময়: ১৩২০ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০২২
এসআই