ঢাকা, সোমবার, ২৯ বৈশাখ ১৪৩১, ১৩ মে ২০২৪, ০৪ জিলকদ ১৪৪৫

জাতীয়

কুমিল্লায় পরিত্যক্ত ঘরে ঝুলছিল যুবকের মরদেহ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৩ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০২২
কুমিল্লায় পরিত্যক্ত ঘরে ঝুলছিল যুবকের মরদেহ প্রতীকী ছবি

কুমিল্লা: কুমিল্লায় পরিত্যক্ত টিনের একটি ঘর থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের (৩৫) ঝুলন্ত অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  

মঙ্গলবার (২৫ অক্টোবর) বিকেলে মরদেহটি জেলার দাউদকান্দি পৌর এলাকার মাইজপাড়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

 

স্থানীয়রা জানান, প্রায় আট বছর ধরে ঘরটি পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। ঘরটির চারপাশে ঝোপঝাড় ও অন্ধকারাচ্ছন্ন পরিবেশ। বিকেলে ওই ঘরের পাশে বালুর মাঠে স্থানীয় ছেলেরা ফুটবল খেলতে যায়। খেলার একপর্যায়ে পরিত্যক্ত ঘরের পাশে গিয়ে ফুটবলটি পড়ে। এ সময় ছেলেরা সেই বলটি আনতে গেলে মরদেহটি দেখতে পেয়ে স্থানীয়দের মাধ্যমে থানায় খবর দেয়।  

দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আলমগীর ভূঞা বাংলানিউজকে জানান, খবর ঘটনাস্থল থেকে যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মর্গে প্রতিবেদন দেখে বলা যাবে এটি আত্মহত্যা নাকি হত্যা। তার পরিচয় শনাক্তেরও চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ২১১২ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।