ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

মিঠামইনে সাড়ে ২২ কেজি গাঁজাসহ নারী মাদকবিক্রেতা আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৭ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০২২
মিঠামইনে সাড়ে ২২ কেজি গাঁজাসহ নারী মাদকবিক্রেতা আটক

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের হাওরের মিঠামইন উপজেলায় অভিযান পরিচালনা করে ২২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ নাজমা আক্তার (৩৪) নামে এক নারী মাদকবিক্রেতাকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২৫ অক্টোবর) বিকেলে উপজেলার সাব-রেজিস্ট্রি অফিস সংলগ্ন পাকা রাস্তা থেকে তাকে আটক করা হয়।

সেখানে অভিযানের নেতৃত্ব দেন মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কলিন্দ্র নাথ গোলদার ও সঙ্গীয় পুলিশ ফোর্স।

আটক নাজমা আক্তার হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার উত্তর বরাই এলাকার লাকসু মিয়ার স্ত্রী।

মঙ্গলবার (২৫ অক্টোবর) দিনগত রাতে মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কলিন্দ্র নাথ গোলদার বাংলানিউজকে জানান, এক নারী বিপুল পরিমাণ গাঁজা নিয়ে উপজেলা সদরে অবস্থান করছেন এমন খবর পাই। গোপন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার বিকেল পৌনে ৪টার দিকে উপজেলার সাব-রেজিস্ট্রি অফিস সংলগ্ন পাকা রাস্তায় অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। এ সময় তার কাছে থাকা ব্যাগ তল্লাশি করে ২২ কেজি ৫০০ গ্রাম গাঁজা, নগদ ২ হাজার ১৫০ টাকা ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।


গাঁজাসহ আটক নাজমা আক্তারের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান ওসি।

বাংলাদেশ সময়: ২১৪৬ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০২২
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।