ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

নিরাপদে গন্তব্যে পৌঁছাতে চালককে সুস্থ থাকতে হবে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৯ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০২২
নিরাপদে গন্তব্যে পৌঁছাতে চালককে সুস্থ থাকতে হবে

ঢাকা: নিরাপদে গন্তব্যে পৌঁছাতে প্রত্যেক চালককে শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকতে হবে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি সংসদ সদস্য রওশন আরা মান্নান।

বুধবার (২৬ অক্টোবর) সকালে রাজধানীর গাবতলী বাস টার্মিনালে সপ্তাহব্যাপী চালকদের বিনামূল্যে স্বাস্থ্য ও চক্ষু পরীক্ষার কর্মসূচির উদ্বোধনকালে তিনি এমন মন্তব্য করেন।

জাতীয় ও আন্তর্জাতিক নিরাপদ সড়ক দিবস উদযাপন উপলক্ষে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ও ঢাকা আহ্ছানিয়া মিশনের আয়োজনে লায়ন্স ক্লাব অব ওয়েসিস ও আরবান প্রাইমারি হেলথ্ কেয়ার সার্ভিসেস ডেলিভারি প্রকল্পের সহযোগিতায় এই কর্মসূচি পালিত হচ্ছে।

সংসদ সদস্য রওশন আরা মান্নান বলেন, যাত্রীদের নিরাপদে গন্তব্যে পৌঁছানোর পেছনে চালকদের ভূমিকা অন্যতম। যদি চালক অসুস্থ থাকে তাহলে ওই যানবাহনের যাত্রীরাও অনিরাপদ থাকে। তাই প্রত্যেক চালকের উচিত অসুস্থ অবস্থায় যানবহন না চালানো।

তিনি বলেন, স্বাধীনতা পরবর্তী সময়ে বর্তমান সরকারের সময়ে সড়কে ব্যাপক উন্নয়ন হয়েছে। তাই সড়কে দরকার সাবধানতা অবলম্বন করে যানবাহন চালানো। যাতে সড়কে কোনো প্রকার দুর্ঘটনা না ঘটে। চালকরা অসুস্থতাবোধ করলে সঙ্গে সঙ্গে স্বাস্থ্য পরিক্ষা করে নিতে হবে।

এ সময় আরো উপস্থিত ছিলেন ঢাকা বাস-ট্রাক ওনার্স গ্রুপের সাধারণ সম্পাদক আলহাজ্ব জালাল উদ্দিন, ঢাকা আহ্ছানিয়া মিশন স্বাস্থ্য সেক্টরের উপ-পরিচালক মোখলেছুর রহমান, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের গাবতলী বাস টার্মিনালের সহকারী ব্যবস্থাপক মো. জাহিদ হাসান, ঢাকা জেলা যানবাহন শ্রমিক ইউনিয়নের দপ্তর সম্পাদক মো. আশ্রাফ ও আরবান প্রাইমারি হেলথ্ কেয়ার সার্ভিসেস ডেলিভারি প্রকল্পের মেডিকেল অফিসার ডা. নুসরাতসহ পরিবহন মালিক সমিতির কর্মকর্তা, চালক ও কর্মচারীরা।

২৬ অক্টোবর থেকে শুরু হওয়া সপ্তাহব্যাপী চালকদের বিনামূল্যে স্বাস্থ্য ও চক্ষু পরীক্ষা কর্মসূচি গাবতলী বাস টার্মিনালে ১ নভেম্বর পর্যন্ত চলবে। সায়েদাবাদ বাস টার্মিনালে এ কর্মসূচি শুরু হবে ৩০ অক্টোবর।

বাংলাদেশ সময়: ১৭০৬ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০২২ 
পিএম/এসআইএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।