ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

২০ বাংলাদেশি জেলেকে উদ্ধার করেছে ভারত

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১২ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০২২
২০ বাংলাদেশি জেলেকে উদ্ধার করেছে ভারত

ঢাকা: ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে নৌকাডুবির পর সাগরে ভাসতে থাকা বাংলাদেশের ২০ জেলেকে উদ্ধার করেছে ভারতীয় কোস্ট গার্ড। তাদের বাংলাদেশের কাছে হস্তান্তর করা হবে।

বুধবার (২৬ আগস্ট) ভারতীয় কোস্ট গার্ড টুইটার বার্তায় এ তথ্য জানায়।

ভারতীয় কোস্ট গার্ড জানায়, ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে উপকূল থেকে বিচ্ছিন্ন হওয়া বাংলাদেশের ২০ জেলেকে উদ্ধার করা হয়েছে। বিদ্যমান সমঝোতা স্মারক অনুযায়ী জেলেদের বাংলাদেশের কাছে হস্তান্তর করা হবে।

সোমবার রাতে ঘূর্ণিঝড় সিত্রাংয়ের আঘাতের পর থেকে দেশের বিভিন্ন প্রান্তে এখন পর্যন্ত ৩০ জনের বেশি মানুষের মৃত্যুর খবর পাওয়া গেছে।

বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০২২
টিআর/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।