ঢাকা: রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র (আরএনপিপি) হতে বিদ্যুৎ সঞ্চালনের জন্য দায়িত্বরত বাংলাদেশ পাওয়ারগ্রিডের কার্যক্রম আরও গতিশীল করতে বলেছে সংসদীয় কমিটি ৷
বুধবার (২৬ অক্টোবর) জাতীয় সংসদের ‘বিজ্ঞান ও প্রযুক্তি’ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে এ কথা বলা হয়েছে ৷
সংসদ ভবনে কমিটির সভাপতি আ.ফ.ম রুহুল হকের সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
কমিটির সদস্য মো. হাবিবে মিল্লাত, মো. শফিকুল আজম খাঁন, মো. মোজাফফর হোসেন, শিরীন আহমেদ এবং সেলিমা আহমাদ বৈঠক অংশগ্রহণ করেন।
বৈঠকে সাভারস্থ পরমাণু শক্তি গবেষণা প্রতিষ্ঠান এবং রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণ কার্যক্রম পরিদর্শন পরবর্তী আলোচনা করা হয়।
এছাড়াও নভোথিয়েটার ও এর অধীনে থাকা প্রকল্প, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্পের গ্রিড সংযোগ ও সঞ্চালন লাইনের অগ্রগতির বিষয়ে আলোচনা করা হয়।
বৈঠকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটারের বিভাগীয় পর্যায়ে সম্প্রসারণের অংশ হিসেবে গৃহীত প্রকল্পসমূহ গুরুত্বের সঙ্গে সুষ্ঠু বাস্তবায়ন ও নভোথিয়েটার পরিচালনার জন্য একটি সাংগঠনিক কাঠামো সৃষ্টির বিষয়ে সুপারিশ করা হয়।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র হতে বিদ্যুৎ সঞ্চালনের জন্য দায়িত্বরত বাংলাদেশ পাওয়ারগ্রিডের প্রতিনিধিদের উপস্থাপিত তথ্য উপাত্তে সন্তোষ জানিয়ে তাদের কার্যক্রমকে আরও বেশি গতিশীল করার জন্য পরামর্শ দেয় সংসদীয় কমিটি।
বৈঠকে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সিনিয়র সচিবসহ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৭৪৬ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০২২
এসকে/এসআইএস