ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

ঘিওরে কালিগঙ্গা নদীতে মিলল অজ্ঞাত নারীর মরদেহ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৬ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০২২
ঘিওরে কালিগঙ্গা নদীতে মিলল অজ্ঞাত নারীর মরদেহ

মানিকগঞ্জ: মানিকগঞ্জের ঘিওর উপজেলার সিংজুরী ইউনিয়নের বালিয়াবাঁধা বাজারের দক্ষিণ পাশে কালিগঙ্গা নদী থেকে অজ্ঞাত (৩৫) এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২৬ অক্টোবর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুর রহমান।

এর আগে সিংজুরী ইউনিয়নাধীন বালিয়াবাঁধা বাজারের দক্ষিণ পাশে নদীর পাড়ে ভেসে থাকা মরদেহটি উদ্ধার করা হয়।

ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) মো. আমিনুর রহমান বলেন, ধারণা করা হচ্ছে ওই নারীর ৩৫-৪০ বছর বয়স হয়ে থাকতে পারে এবং ১৫-২০ দিন আগে ওই নারী মারা গেছেন। এখন পর্যন্ত মরদেহের পরিচয় শনাক্ত করা যায়নি। সুরতহাল প্রতিবেদন করে মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০২২
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।