ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

মিয়ানমার থেকে আনা ৯ গরু-৩ মহিষ জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৬ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০২২
মিয়ানমার থেকে আনা ৯ গরু-৩ মহিষ জব্দ

বান্দরবান: বান্দরবানের পৃথক অভিযান পরিচালনা করে নয়টি গরু ও তিনটি মহিষ জব্দ করেছে লামা থানা পুলিশ।

বুধবার (২৬ অক্টোবর) সকাল ৮টায় লামা উপজেলার শিলেরতুয়া এলাকা থেকে ওয়ারিশবিহীন তিনটি গরু ও তিনটি মহিষ জব্দ করা হয়।

পরে সকাল ১০টার দিকে আবার বেশ কিছু গরু মহিষ মিয়ানমার থেকে আলীকদম হয়ে অবৈধভাবে পাচার হচ্ছে এমন খবরে লামার মুখ এলাকা থেকে আরও ছয়টি গরু জব্দ করা হয়।

লামা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্র্তা (ওসি) মো. শহীদুল ইসলাম চৌধুরী বাংলানিউজকে বলেন, আলীকদম উপজেলা থেকে সড়ক ও নৌ-পথে বিভিন্নভাবে চোরা কারবারীরা গরু ও মহিষ দেশের বিভিন্ন স্থানে পাচার করা হচ্ছে এমন খবর পাই। এ তথ্যের ভিত্তিতে আমরা গত কয়েকদিন ধরে অভিযান পরিচালনা করছি। বুধবার সকাল থেকে এ পর্যন্ত পৃথক দুইটি অভিযানে নয়টি গরু এবং তিনটি মহিষ জব্দ করতে সক্ষম হয়েছি।

ওসি আরো জানান, আমাদের অভিযান অব্যাহত রয়েছে। আশাকরি আরও গরু ও মহিষ জব্দ করা সম্ভব হবে।

বান্দরবানের পুলিশ সুপার মো. তারিকুর ইসলাম জানান, মিয়ানমার থেকে অবৈধভাবে কয়েকদিন ধরে বান্দরবানের আলীকদমসহ বিভিন্ন সীমান্ত দিয়ে গরু-মহিষ দেশে এনে পাচারের চেষ্টা করছে চোরা কারবারীরা। এসব অবৈধ কার্যক্রম বন্ধে পুলিশ সজাগ রয়েছে।

প্রসঙ্গত, সাম্প্রতিক সময়ে পার্শ্ববর্তী দেশ মিয়ানমার থেকে অবৈধভাবে গরু-মহিষ পাচার হয়ে বান্দরবানের আলীকদম সীমান্ত দিয়ে দেশে আসছে। এরপর সেগুলো দেশের বিভিন্ন এলাকায় চলে যাচ্ছে। মিয়ানমার থেকে আলীকদম সীমান্ত দিয়ে গরু-মহিষ পাচার কাজে এলাকার একাধিক চক্র সক্রিয় রয়েছে।  এরই মধ্যে মঙ্গলবার (২৫ অক্টোবর) বান্দরবানের আলীকদম উপজেলা থেকে অবৈধভাবে পাচারের সময় পুলিশ অভিযান পরিচালনা করে চৈক্ষ্যং ইউনিয়ন থেকে ১৪টি গরু জব্দ করে আইনি ব্যবস্থা নেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৮৫৪ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০২২
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।