ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

মেঘনায় ঝড়ের কবলে পড়ে ৩ জেলে নিখোঁজ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৮ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০২২
মেঘনায় ঝড়ের কবলে পড়ে ৩ জেলে নিখোঁজ প্রতীকী ছবি

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের রায়পুরে নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনা নদীতে মাছ শিকারে গিয়ে ঝড়ের কবলে পড়ে তিন জেলে নিখোঁজ হয়েছেন।

সোমবার (২৪ অক্টোবর) রাতে ঘূর্ণিঝড় সিত্রাংয়ের কবলে পড়ে তাদের নৌকাটি উল্টে যায়।

তাতে ১০ জন জেলের মধ্যে তিনজন নিখোঁজ হন।

নিখোঁজরা হলেন- রায়পুর উপজেলার দক্ষিণ চরবংশী ইউনিয়নের চরকাছিয়া গ্রামের আবুল কাশেমের ছেলে লিটন বেপারী (৩৫), আবদুর রব বেপারীর ছেলে শিপন মোল্লা (২৩) ও রব সর্দারের ছেলে সুজন সর্দার (২৫)।

তাদের সঙ্গে আরও সাতজন ছিলেন। তারা তেলের ড্রামের সাহায্যে নদী সাঁতরে কমলনগরের মতিরহাট এলাকায় উঠে আসতে সক্ষম হয়েছেন। তারা হলেন- ডুবে যাওয়া নৌকার মালিক রাসেল বেপারী (৩০), জেলে রাশেদ বেপারী (১৭), রাসেল হাওলাদার (২৮), বাচ্চু (২৪), জুনু মোল্লা (২৬), হাসান (১৮) ও জুয়েল (১৬)। তারা সবাই চরকাছিয়া গ্রামের বাসিন্দা।

নিখোঁজ জেলেদের স্বজন ও ফিরে আসা জেলেরা এ তথ্য জানিয়েছেন।

এ ঘটনায় নিখোঁজ জেলে লিটনের বাবা আবদুর রব বেপারী রায়পুর থানায় নিখোঁজ ডায়েরি করেছেন।

আবদুর রব বেপারী ও ফিরে আসা জেলে রাসেল বেপারী জানান, গত সোমবার দুপুরে রায়পুর উপজেলার দক্ষিণ চরবংশী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের পানির ঘাট থেকে ১০ জন জেলেসহ রাসেল বেপারী ও মাইনু মোল্লার ইঞ্জিন চালিত নৌকা নিয়ে মেঘনা নদীতে মাছ ধরতে যান। এদিন সন্ধ্যার পরে ঘূর্ণিঝড় সিত্রাংয়ের কবলে পড়েন তারা। এ সময় মাইনু মোল্লার নৌকার নিচে ছিদ্র হয়ে পানি উঠতে শুরু করে। এতে ওই নৌকায় থাকা জেলেরা রাসেল বেপারীর নৌকায় উঠলে সেটি ডুবে যায়।

এ সময় জেলেরা তেলের গ্যালান ধরে যে যার মতো বাঁচার চেষ্টা করেন। এক পর্যায়ে নদীতে ভাসতে ভাসতে কমলনগরের মতিরহাটে গিয়ে সাত জেলে তীরে ফিরতে সক্ষম হন। পরে তারা মঙ্গলবার (২৫ অক্টোবর) দুপুরে বাড়িতে ফিরে আসেন। এছাড়া বাকি তিন জেলে এখনও নিখোঁজ রয়েছেন।

এ ব্যাপারে রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিপন বড়ুয়া বাংলানিউজকে বলেন, নিখোঁজ হওয়া তিনজনের মধ্যে একজনের বাবা থানায় নিখোঁজ ডায়েরি করেছেন। ঝড়ের রাতে তারা মেঘনা নদীর বরিশাল এলাকায় মাছ শিকারে গিয়ে নিখোঁজ হন।

বাংলাদেশ সময়: ২০০৭ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০২২
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।