ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

মেরামত কাজে গিয়ে বিদ্যুতস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫১ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০২২
মেরামত কাজে গিয়ে বিদ্যুতস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

বরিশাল: ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে ছিঁড়ে পড়া পল্লী বিদ্যুতের তার মেরামতে গিয়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

বুধবার (২৬ অক্টোবর) দুপুরে বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

মৃত শ্রমিকের নাম মো. সালাউদ্দিন (২৪)। তিনি বাকেরগঞ্জ পৌরসভার ৯ নং ওয়ার্ডের বাসিন্দা ইউসুফ হাওলাদারের ছেলে।

বাকেরগঞ্জ থানার এসআই স্বপন কুমার দে জানান, পল্লী বিদ্যুত সমিতির ছিঁড়ে যাওয়া তার মেরামতে উপজেলার নেয়ামতি ইউনিয়নের মহেষপুর রামনগর এলাকায় কাজ করছিলেন মিলনসহ আরও দুই শ্রমিক। এ সময় বিদ্যুস্পৃষ্টে মিলনের মৃত্যু হয়। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন।

এসআই স্বপন বলেন, এ ঘটনায় পরিবারের কোনো অভিযোগ নেই। তাই স্বপনের লাশ বিনা ময়নাতদন্তে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০২২
এমএস/এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।