নরসিংদী: নরসিংদীর পলাশে ট্রেনের ধাক্কায় রেনু বেগম (৬৮) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন।
বুধবার (২৬ অক্টোবর) সকালে উপজেলার ঘোড়াশাল রেলওয়ে স্টেশনের অদূরে এ ঘটনা ঘটে।
মৃত রেনু বেগম ওই উপজেলার ঘোড়াশাল পৌরসভা এলাকার আলীরটেক গ্রামের মৃত কদম আলীর স্ত্রী।
নিহতের স্বজন ও স্থানীয়রা জানান, বুধবার সকালে ঘোড়াশালের রেললাইন পার হয়ে পাশের চামড়াব গ্রামে যাচ্ছিলেন রেনু বেগম। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রাম অভিমুখী কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় তিনি গুরুতর আহত হন। খবর পেয়ে ঘটনাস্থল থেকে তার ছেলে আবুল হাসেম তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
নিহতের ছেলে আবুল হাসেম বলেন, মা কানে কম শুনতেন। তাই রেললাইন পার হওয়ার সময় ট্রেনের হর্ন শুনতে না পারায় এ দুর্ঘটনা। খবর পেয়ে মাকে উদ্ধার করে ঘোড়াশাল রওশন জেনারেল হাসপাতালে নিয়ে যাই। অবস্থা গুরুতর হওয়ায় সেখান থেকে নরসিংদী জেলা নেওয়ার পথে মায়ের মৃত্যু হয়।
নরসিংদী জেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মিজানুর রহমান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, পুলিশকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য জানিয়েছি।
নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) ইকবাল হোসেন বলেন, রেলস্টেশন থেকে এ দুর্ঘটনার বিষয়ে আমাদের জানানো হয়নি। তবে আমরা শুনেছি ট্রেনের ধাক্কায় একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় বিস্তারিত জেনে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, ,অক্টোবর ২৬, ২০২২
এসআরএস