চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেলা পরিষদের চেয়ারম্যান নিবাচিত হলেন মো. রুহুল আমিন।
বৃহষ্পতিবার (২৭ অক্টোবর) সকালে এ ঘোষণা দেন জেলা পরিষদের রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক এ কে এম গালিব খান।
এর আগে বুধবার (২৬ অক্টোবর) বিকেলে সীমানা জটিলতায় স্থগিত হওয়া চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের নির্বাচনের নতুন তারিখ (১৪ নভেম্বর) ঘোষণা করা হয়।
গত ১৭ অক্টোবর চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। সে মোতাবেক চেয়ারম্যান পদে চারজন মনোনয়নপত্র সংগ্রহ করলেও শুধু একজন তা জমা দেন। তাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিনি চেয়ারম্যান নির্বাচিত হন। এছাড়া সংরক্ষিত সদস্য পদে ছয়জন, সাধারণ সদস্য পদে ২৯ জন তাদের মনোনয়নপত্র দাখিল করেন। নিবাচন অনুষ্ঠানের স্থগিতাদেশ প্রতঢাহারের পর বৃহস্পতিবার সকালে তাদের প্রতীক বরাদ্দ দেওয়া হয়।
প্রসঙ্গত, ১৩ সেপ্টেম্বর এ নির্বাচনে সীমানা জটিলতার অভিযোগ এনে উচ্চ আদালতে রিট পিটিশন করেন জেলা পরিষদের মহিলা সংরক্ষিত আসনের এক সদস্য প্রার্থী শামীমা জাহান সারা। ওই রিট পিটিশনের পরিপ্রেক্ষিতে ২৬ সেপ্টেম্বর জেলা পরিষদের নির্বাচন স্থগিতাদেশ দেয় নির্বাচন কমিশন। ১৫ অক্টোবার আদালতের বিচারিক কাজ শেষে জেলা পরিষদের নির্বাচনের নিষেধাজ্ঞা প্রতাহার করা হয়। সেই অনুযায়ী আগামী ১৪ নভেম্বর সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত জেলা পরিষদের ভোট গ্রহনের সিদ্ধান্ত নেওয়া হয়।
বাংলাদেশ সময়: ১২০১ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০২২
এফআর