ঢাকা, রবিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৯ মে ২০২৪, ১০ জিলকদ ১৪৪৫

জাতীয়

বেনাপোলে বেল্টের মধ্যে মিলল ১০টি স্বর্ণের বার, ২ ভাই আটক

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৮ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০২২
বেনাপোলে বেল্টের মধ্যে মিলল ১০টি স্বর্ণের বার, ২ ভাই আটক

বেনাপোল (যশোর): বেনাপোল সীমান্ত এলাকা থেকে বেল্টের মধ্যে লুকিয়ে রাখা ১ কেজি ২০০ গ্রাম ওজনের ১০টি স্বর্ণের বারসহ আপন দুই ভাইকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সকালে বেনাপোল চেকপোস্ট এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- যশোরের চুয়াডাঙ্গার মুন্সিপুর গ্রামের শফিকুল ইসলামের দুই ছেলে মিলন হোসেন (২৮) ও হিরন মিয়া (২৫)।

যশোর ৪৯ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল সৈয়দ মিনহাজ ছিদ্দিকী জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে বেনাপোল সীমান্ত দিয়ে বিপুল পরিমাণ স্বর্ণ ভারতে পাচার হবে। এ তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করে সন্দেহভাজন দুই ভাইকে গতি রোধ করা হয়। এ সময় তাদের দেহ তল্লাশি করে কোমরের বেল্টের মধ্যে লুকিয়ে রাখা ১ কেজি ২০০ গ্রাম ওজনের ১০টি স্বর্ণের বারসহ দুই ভাইকে আটক করা হয়।

তিনি আরও জানান, জব্দকৃত স্বর্ণের আনুমানিক বাজার মূল্য ৯৬ লাখ টাকা। আটকদের বিরুদ্ধে স্বর্ণ চোরাচালান আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হবে।

বাংলাদেশ সময়: ১২১৭ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০২২
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।