রাজশাহী: রাজশাহীতে ট্রেনের ধাক্কায় সাদেরা বেগম (৫৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সকালে মহানগরীর ডিঙ্গাডোবা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে নিহত সাদেরা বেগম মহানগরীর আলীগঞ্জ মধ্যপাড়া এলাকার মৃত আলাউদ্দিনের স্ত্রী। তিনি পেশায় একজন গৃহকর্মী ছিলেন।
জানতে চাইলে রাজশাহী গভর্নমেন্ট রেলওয়ে পুলিশের (জিআরপি) উপ-পরিদর্শক আনিসুজ্জামান জানান, সাদেরা বেগম আজ বৃহস্পতিবার সকালে কাজে যাওয়ার উদ্দেশে বাড়ি থেকে বের হয়েছিলেন। তিনি মহানগরীর ডিঙ্গাডোবা এলাকায় থাকা রেলক্রসিং দিয়ে রেললাইন পার হচ্ছিলেন। এ সময় চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী বিরতিহীন আন্তঃনগর ট্রেন ‘বনলতা এক্সপ্রেসে’ সেখানে চলে আসে। সাদেরা বেগম বিষয়টি টের পাওয়ার আগেই ট্রেনের ধাক্কায় পাশে পড়ে যান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পুলিশ কর্মকর্তা আনিসুজ্জামান আরও বলেন, খবর পেয়ে তারা ঘটনাস্থলে যান। তারা নিহতের মরদেহে সুরতহাল প্রতিবেদন তৈরি করেন। পরে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হবে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।
বাংলাদেশ সময়: ১২৪৪ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০২২
এসএস/এসএ