ঢাকা: রাজধানীর কদমতলী এলাকা থেকে মো. তুষার নামের এক মাদক কারবারিকে গাঁজাসহ গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
বুধবার (২৬ অক্টোবর) রাতে তাকে গ্রেফতার করা হয়।
কদমতলী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সজীব দে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে কদমতলী থানার দক্ষিণ মাতুয়াইল মেডিকেল রোড এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে ২ কেজি গাঁজাসহ তুষারকে গ্রেফতার করা হয়।
জিজ্ঞাসাবাদের ভিত্তিতে তিনি জানান, আসামি তুষার সীমান্তবর্তী জেলা থেকে গাঁজা সংগ্রহ করে রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্রি করতেন।
আসামির বিরুদ্ধে থানায় মামলা হয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।
বাংলাদেশ সময়: ১৩১২ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০২২
এমএমআই/এসএ