লালমনিরহাট: ৩০ কেজি গাঁজাসহ লালমনিরহাটে সোহেল রানা (২৯) নামে এক বিক্রেতাকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
বৃহস্পতিবার (২৭ অক্টোবর) বিকেলে অধিদপ্তর লালমনিরহাট কার্যালয়ের সহকারী পরিচালক খায়রুল বাশার বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।
আটক সোহেল রাজশাহীর চারঘাট উপজেলার ভায়ালক্ষ্মীপুর এলাকার মজিবর রহমানের ছেলে।
সহকারী পরিচালক খায়রুল বাশার জানান, ভারতীয় সীমান্ত থেকে মাদকের চালান আসছে এমন গোপন খবরের ভিত্তিতে লালমনিরহাট পৌরসভার টিঅ্যান্ডটি পাড়া এলাকায় অভিযান চালিয়ে ব্যাটারিচালিত একটি রিকশার গতি রোধ করে তল্লাশি করা হয়। এ সময় রিকশাটিতে তল্লাশি করে ৩০ কেজি গাঁজাসহ চালক সোহেলকে জব্দ করা হয়।
এ ঘটনায় তার নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সদর থানায় মামলা দায়ের করে তাকে পুলিশে সোপর্দ করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৮২৫ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০২২
এসআরএস