ফরিদপুর: ফরিদপুরের চরভদ্রাসনে শেখ কবির (২৮) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সকাল ১১টার দিকে উপজেলা সদর ইউনিয়নের মৌলভীরচর বাজারের একটি দোকান ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত কবির ওই উপজেলার গাজিরটেক ইউনিয়নের চরসুলতানপুরের দোপা ডাঙ্গী গ্রামের শেখ নূরুদ্দিনের ছেলে।
জানা গেছে, সকালে স্থানীয়রা মরদেহটি মৌলভীরচর বাজারের একটি ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত দেখতে পেয়ে থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
কবিরের মেজ ভাই শেখ খবির বাংলানিউজকে জানান, কবির গত বুধবার (২৬ অক্টোবর) এশার আজানের পরপর দোকানে যাবার কথা বলে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ ছিলেন।
মৌলভীরচর বাজারের আজিম ফার্নিচারের মালিক আব্দুল কুদ্দুস জানান, কবির প্রায় গত দুই বছর ধরে তার দোকানে কাজ করছিলেন কবির।
চরভদ্রাসন থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সেলিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে চরভদ্রাসন থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে। মর্গের প্রতিবেদন দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০২২
এসআরএস