ঢাকা: রাজধানীর পল্টন থানা এলাকা থেকে ৫০ বোতল ফেনসিডিলসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা মতিঝিল বিভাগ।
গ্রেফতার আসামি হলেন- মো. রাসেল ওরফে জুয়েল।
শুক্রবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় গোয়েন্দা (ডিবি) মতিঝিল বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার মো. আব্দুল্লাহ আল মামুন বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৫টায় পল্টন থানার ভিআইপি রোডে অভিযান চালিয়ে ফেনসিডিলসহ তাকে গ্রেফতার করে ডিবি মতিঝিল বিভাগ।
আব্দুল্লাহ আল মামুন জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে গোয়েন্দা এ পুলিশ কর্মকর্তা জানান, গ্রেফতার রাসেল দেশের সীমান্ত এলাকা থেকে কম দামে ফেনসিডিল কিনে ঢাকা শহর ও আশপাশ এলাকায় বেশি দামে বিক্রি করে থাকে।
ডিএমপির পল্টন থানায় গ্রেফতার আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানান এই গোয়েন্দা পুলিশ কর্মকর্তা।
বাংলাদেশ সময়: ১৯৪৩ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০২২
এসজেএ/এসএ