ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

পঞ্চগড়ে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৭ ঘণ্টা, নভেম্বর ৪, ২০২২
পঞ্চগড়ে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত 

পঞ্চগড়: পঞ্চগড় সদরের চারমাইল এলাকায় ট্রাকচাপায় রাসেল (২৬) নামে মোটরসাইকেল আরোহী এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় মিলন (২৬) নামে গুরুতর আহত হয়েছেন আরেক আরোহী।

 

শুক্রবার (৪ নভেম্বর) সকালে পঞ্চগড়-তেঁতুলিয়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।  

নিহত রাসেলের বাড়ি ঠাকুরগাঁও জেলার কালীবাড়ী এলাকায় বলে জানা গেছে। তবে তার বাবার পরিচয় জানা যায়নি।  

তেঁতুলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেন।

তিনি বলেন, শুক্রবার ছুটির দিনে মোটরসাইকেল নিয়ে তেঁতুলিয়ায় বাইকট্যুরে আসেন রাসেল। কাঞ্চনজঙ্ঘা দেখে ও ঘোরাঘুরি শেষে নিজ বাড়ি ফিরছিলেন তিনি। মোটরসাইকেল যোগে ফেরার পথে ঘটনাস্থলে এলে তেঁতুলিয়াগামী একটি ট্রাক তাকে চাপায় দেয়। এতেই ঘটনাস্থলেই রাসেল নিহত হন এবং আহত হন মিলন। স্থানীয়দের সহায়তায় মিলনকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পর পরই চালক পালিয়ে গেছে।

বাংলাদেশ সময়: ১১৩৫ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।