ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

বাগেরহাটে বাইকে বাসের ধাক্কা, প্রাণ গেল দুই ভাইয়ের

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৫ ঘণ্টা, নভেম্বর ৪, ২০২২
বাগেরহাটে বাইকে বাসের ধাক্কা, প্রাণ গেল দুই ভাইয়ের প্রতীকী ছবি

বাগেরহাট: বাগেরহাটের মোল্লাহাটে দূরপাল্লার বাসের ধাক্কায় মোটরসাইকেলে থাকা আব্দুল্লাহ আল শাহরিয়ার (২০) ও জোবায়ের হাসনাত (২৫) নামে দুই যুবক মারা গেছেন। তারা সম্পর্কে চাচাতো ভাই।

 

বৃহস্পতিবার (০৩) বিকেলে খুলনা-মোংলা মহাসড়কের রাজপাট এলাকায় ঢাকাগামী রাজিব নামে একটি বাসের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে।  

নিহত আব্দুল্লাহ আল শাহরিয়ার খুলনা শহরের ১১২ বিকে মেইন রোড এলাকার শহিদুল ইসলামের ছেলে এবং জোবায়ের হাসনাত একই এলাকার মোজাম্মেল হক মোল্লার ছেলে।  

মোল্লাহাট হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) শেখ আবুল হাসান বলেন, বিকেলে গোপালগঞ্জে একটি বিয়ের অনুষ্ঠান থেকে বাড়ি ফিরছিলেন শাহরিয়ার ও জোবায়ের। পথে মোল্লাহাট উপজেলার রাজপাট এলাকায় রাজীব পরিবহন নামে একটি বাসের ধাক্কায় গুরুতর আহত হন তারা। খবর পেয়ে পুলিশ গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসকরা দু’জনকে মৃত
ঘোষণা করেন।  

দুর্ঘটনার পর বাস ফেলে চালক ও হেলপার পালিয়ে গেছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১২৫৫ ঘণ্টা, নভেম্বর ৪, ২০২২
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।